বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আল মাসুদ এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত (০৬ ডিসেম্বর ২০২৪) তারিখে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান হিরো এ পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান এ তথ্য জানান।
আইনজীবী আজিজুর রহমান বলেন, সৈয়দ আল মাসুদ এর বিরুদ্ধে ২টি অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাই আমরা আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ১৯ জুলাই ছাত্র জনতার উপর বিশ্বনাথের বাসিয়া ব্রিজের উপর অবৈধভাবে গুলি চালানো হয়। এই ঘটনায় সৈয়দ আল মাসুদর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সে পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। সৈয়দ আল মাসুদকে পুলিশ যেখানে পাবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ নেতা সৈয়দ আল মাসুদ এর বাড়িতে বিরুদ্ধে ছাত্র জনতার উপর গুলি চালানোর অপরাধে ২টি মামলা থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান অব্যাহত থাকবে।