• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

রাহাত হত্যা মামলায় রায় প্রকাশ

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৪
রাহাত হত্যা মামলায় রায় প্রকাশ

বড়লেখা প্রতিনিধি:  বড়লেখা থানাধীন ফকির বাজার এলাকায় আওয়ামীলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে হেফাজত ইসলামের নেতার্কমীদের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে হেফাজত ইসলামের একজন কর্মী রাহাত আহমদ নিহত হয়।

উক্ত ঘটনাকে জের দরিয়া হেফাজত ইসলামের নেতা মাওলানা শওকত আলী বাদী হইয়া বড়লেখা থানায় ১। সুমিত দাশ (২২), পিতা- জোতিশ দাশ, সাকিন- মিহারী, ২। নিকেতন চন্দ্র দাস (৩৫), পিতা- জিতেন্দ্র কুমার দাস, সাকিন- মিহারী, ৩। রাজীব (৩৮), পিতা- ময়ুর আলী, সাকিন- মিহারী, ৪। ওবায়দুল্লাহ (৩০), পিতা- সমছু মিয়া, ৫। সাজ্জাদ মিয়া (৩২), পিতা- আকলু মিয়া ৬। মোঃ সাইদুল হক, পিতা- মৃত রফিক উদ্দিন ৭। আলি হোসেন (২৫), পিতা- অজ্ঞাত, ৮। বাবুল আহমদ, পিতা- মৃত মোবাশি^র আলী, ৯। অজয় দে (২৬), পিতা- মিলন দে, ১০। আব্দুল জলিল (৪০), পিতা- মৃত সিরাজ উদ্দিন, ১১। শিপন লাল (২৮), পিতা- নিলেন্দু পাল, ১২। আবদুল লতিফ, পিতা- অজ্ঞাত, ১৩। স্বপন (২০), পিতা- জয়ন্তদেব, ১৪। একরাম হোসেন (২৮), পিতা- হাজী এমাদ উদ্দিন, ১৫। জুনায়েদ (২৫), পিতা- সাইফুর রহমান, ১৬। হারুন (২৫), পিতা- লিয়াকত আলী, সর্ব সাকিন-মিহারী, থানা-বড়লেখা, জেলা- মৌলভীবাজার, এর বিরুদ্ধ আনীত দঃ বিঃ ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ ধারা বড়লেখা জি আর-২১২/২০২১ইং।

সূত্র বড়লেখা থানা মামলা নং-১০, তারিখ-২৪-১০-২০২১ইং। ইব্রাহিম মিয়া, জুডিসিয়াল ম্যাজিস্টেট আমলী নং-০২, মৌলভীবাজার এর আদালত গত-২৭/১০/২০২৪ইং তারিখে আসামীগনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাহাদের প্রত্যেককে উক্ত ধারায় দোষী সাব্যস্তকরিয়া প্রত্যেক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা করিয়া জরিমানা,অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জামিনে থাকা আসামী ১। বাবুল আহমদ, ২। অজয় দে, ৩। আব্দুল জলিল, ৪। একরাম হোসেন, ৫। জুনায়েদ এর জামিন বাতিল করিয়া শাস্তিভোগ করার জন্য সাজা পরোয়ানা ইস্যু করিয়া কারাগারে প্রেরণ করার আদেশ প্রদান করেন এবং পলাতক আসামী সুমিত দাশ ও নিকেতন চন্দ্র দাস এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও সাজা পরোয়ানা ইস্যু করার আদেশ হয়।