হবিগঞ্জের আজমিরীগঞ্জ প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ক্লাব সভাপতি শেখ আমির হামজা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুর ১২ টায় প্রেসক্লাবের কার্যালয় একসভা অনুষ্ঠিত হয় সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ফরিয়াদ চৌধুরী, শরীফ চৌধুরী ও খালেদুর রশিদ ঝলক। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এসময় প্রেসক্লাবের কমিটি মেয়াদউর্ত্তীন্ন হওয়ায় সভাপতি শেখ আমির হামজা কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।
পর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিয়াদ চৌধুরীর সভাপতিত্বে ও শরিফ চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্টিত হয়।
সভায় এডহক কমিটি গঠন করে আগামি ৩১ জানুয়ারি নির্বাচন ঘোষনা করেন।
সভায় নতুন সদস্য অর্ন্তভুক্তি করা ও সুষ্টভাবে নির্বাচন সম্পন্ন করা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করে সমাপ্তি ঘোষনা করেন।