• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় দাসের বাজার ইউনিয়নের যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫
বড়লেখায় দাসের বাজার ইউনিয়নের যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে স্থানীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন দাসের বাজার ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি শাব্বির আহমদ।

যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ নুরুল ইসলাম, পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহবুব।

এসময় উপস্থিত ছিলেন মিছবাহ উদ্দিন, এমরান হোসেন, ফয়সল আহমদসহ প্রমুখ।

যুব কল্যাণ পরিষদের দাসের বাজার ইউনিয়ন দ্বি-বার্ষিক সম্মেলনে পরিষদের সভাপতি শাব্বির আহমদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুলাহ আল মামুনকে মনোনীত করে ১৫সদস্য বিশিষ্ট কার্যকরি এবং ৫সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।