![](https://ekusheynet.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের বড়লেখায় অভিযাত্রা ফুটবল একাদশ গ্রামতলার আয়োজনে রবিবার রাতে কালিবাড়ি বাজার সংলগ্ন মাঠে ফ্রিজ এন্ড টিভি নাইট মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদ আহমদ খান, প্রবীণ মুরুব্বি এমাদ উদ্দিন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল, অভিযাত্রা ফুটবল একাদশের উপদেষ্টা রাজু চক্রবর্তী, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন, পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন প্রমুখ।
![](https://ekusheynet.com/wp-content/uploads/2025/02/IMG-20250203-WA0002.jpg)
উপজেলাব্যাপী ৩২ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাজিরবন্দ ফুটবল একাদশ দলকে দেশ টেলিকম বড়লেখা ফুটবল দল ৩-১ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সজিব আহমদ। সহকারী রেফারি ছিলেন জালাল আহমদ ও খায়রুল ইসলাম মন্টু। ধারা বর্ণনায় ছিলেন আহমেদ নোমান এবং লুৎফুর রহমান।