সিলেট এয়ারপোর্ট থানা শাখার মজলিসের শুরার দ্বি-বার্ষিক অধিবেশন সম্পন হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টায় আইএবি মিলনায়ত চৌকিদেখী এয়ারপোর্টস্থ হাল্লামী সুপার মার্কটে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এয়ারপোর্ট থানা সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। জনগণ এখন নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব চায়। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবী যারা বিগতদিন এদেশের সম্পদ পাঁচার করে, লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবেন না, আবার পিআর নির্বাচনের আশা দেখাবেন জাতিকে এটাকে আমরা বিশ্বাস করতে পারছি না। এদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হলে এরা আবার দেশটাকে লুটেপুটে খাবে। তাই আমাদের জোরালো দাবি হচ্ছে এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে। তিনি আরো বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চাওয়া অনুযায়ী (পিআর) সংখ্যানুপাতিক হারে। আপনারা সিলেটবাসী শাহজালাল রহ. উত্তরসূরী আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা জেগে উঠলে পুরো বাংলাদেশ জেগে উঠবে।
শুরার দ্বি-বার্ষিক অধিবেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট এয়ারপোর্ট থানা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমান, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সেক্রেটারি মোঃ ফয়ছল আহমদ।