• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে জামায়াতে ইসলামীর নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: আটক ১ 

admin
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
সিলেটে জামায়াতে ইসলামীর নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: আটক ১ 

স্টাফ রিপোর্টারঃ বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে ও ফেইসবুক লাইভে কুরুচিপূর্ণ বক্তব্য, অশালিন কথা-বার্তা লেখালেখি ও বিভিন্ন সময় অর্থ সহায়তা করে সরকারবিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভ্রান্তি, অস্থিরতার অভিযোগে অজ্ঞাতনামা আসামী ও জামায়াত ইসলামীর নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বদরুল আহমদ এস আই বাদি হয়ে কতোয়ালী জি, আর মামলা নং-১৮২/২৪, দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন রিয়াজ আহমদ (গ্রেফতারকৃত), কয়েছ মিয়া, আতাউর রহমান, মোঃ সুবির আহমদ, আবুল হাসান, ইকবাল আহমদসহ আরো অজ্ঞাতনামা অনেক আসামী।

বৃহষ্পত্তিবার বিকাল অনুমান ৫ ঘটিকা ও এর পূর্ববর্তী ও পরবর্তী কোন এক সময় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক পেইজে ও ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয় এবং ২ থেকে ৬নং আসামী সামাজিক যোগাযোগ ফেইসবুক পেইজের মাধ্যমে বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যসহ অশালিন কথা-বার্তা লেখালেখি করেন এবং বিভিন্ন সময় অর্থ সহায়তা করে অন্তবর্তীকালীন সরকার বিরোধী পোষ্টের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও অস্থিরতা করে আসছেন। আসামীরা ওই সব কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালিন লেখালেখির মাধ্যমে গুজব সৃষ্টি করছেন। তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে অশালিন লিখনীর ফলে সিলেট শহরে বড় ধরণের দাঙ্গা হাঙ্গামাসহ অপ্রীতিক ঘটনা সৃষ্টির আশংঙ্কা করায় কোতোয়ালী থানার এস, আই, বদরুল আহমদ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞতনামা ও জামায়াতে ইসলামীর নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা নং-৩৬/২৪, ধারা ২১/২৫ (১)(খ)/ ৩১/৩৫ দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন-সফিক আহমদের ছেলে রিয়াজ আহমদ, লাল মিয়ার ছেলে কয়েছ মিয়া, আছগর আলীর ছেলে আতাউর রহমান, মোঃ আব্দুছ ছালামের ছেলে মোঃ সুবির আহমদ, মদরিছ আলীর ছেলে আবুল হাসান, আব্দুল আজিজের ছেলে ইকবাল আহমদসহ অজ্ঞাতনামা আরো আনেক আসামী। আসামীদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ জেলায়।

ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেট কতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল বনিক।