• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

বড়লেখায় কাঠালতলী ইউনিয়ন ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
বড়লেখায় কাঠালতলী ইউনিয়ন ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তাহমীদ ইশাদ রিপন, স্টাফ রিপোর্টারঃ ‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা দক্ষিণ থানা শাখার অন্তর্গত কাঠালতলী ইউনিয়ন শিবিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক বায়তুলমাল সম্পাদক ও জামায়াত মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন শিবিরের কাঠালতলী ইউনিয়ন সভাপতি সাব্বির আহমদ।

বড়লেখা দক্ষিণ থানা শাখার অর্থ সম্পাদক অনিকুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা অফিস সম্পাদক মুহসিন আহমেদ, স্কুল সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, জামায়াতে ইসলামী কাঠালতলী ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সদর ইউনিয়ন সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদিন, জামায়াতে ইসলামী উপজেলা যুব কল্যাণ পরিষদের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি জাবের আহমদ বাদশা।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা দক্ষিণ থানা শাখার সেক্রেটারি জেবুল আহমদ, প্রচার সম্পাদক আলী হায়দার মুন্না, স্কুল অ্যান্ড কলেজ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাত্র ছয় জন মিলে যাত্রা শুরু করেছিল। বর্তমানে সারা দেশে কয়েক লাখ নেতাকর্মীর সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই নানান ধরনের হামলা নির্যাতনের মধ্যে দিয়ে বছরের পর বছর অতিক্রম করেছে সংগঠনের নেতাকর্মীরা। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে লড়াই করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।