• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বিচারবহির্ভূত হত্যা-নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
বিচারবহির্ভূত হত্যা-নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভা

বিচারবহির্ভূত হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ইউনুস সরকারের পদত্যাগের দাবীতে লন্ডনের হোয়াইটচ্যাপেলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত সভাটি আয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’।

সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল জাবের আহমদ রুম্মানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুদ্দোজা আকাশ, সাংগঠনিক সম্পাদক মো: আলী আহমদ, সদস্য সোহাদা বেগম, মোনাঈম আহমেদ, উমর আলী, কামরুল ইসলাম, আকরামুল ইসলাম ফাহিম, ফাহাদ বিন আইয়ুব, মোঃ উজ্জ্বল মিয়া প্রমুখ।