• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার জেলা আনসার-ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫
মৌলভীবাজার জেলা আনসার-ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট রেঞ্জ, সিলেট এর উপমহাপরিচালক, মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার মৌলভীবাজার, মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, মৌলভীবাজার, হোসনে আরা হাসি, জেলা কমান্ড্যান্ট হবিগঞ্জ। আনসার ও ভিডিপি মৌলভীবাজার এর জেলা কমান্ড্যান্ট এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, উপজেলা প্রশিক্ষিকা সহ, বিভিন্ন পদবীর আনসার ও ভিডিপি সদস্যগণ।

প্রধান অতিথি কর্তৃক বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিয়ে জেলা সমাবেশের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি। তিনি আরও স্মরণ করেন ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের।

তিনি বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা, সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন একটি বাহিনীর মুল অলংকার হচ্ছে তার চেইন অব কমান্ড এবং শৃঙ্খলা, তিনি সকলকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে চেইন অব কমান্ড অনুসরণ করে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে অবদান রাখার আহবান জানান। আনসার ও ভিডিপি ক্লাব সমিতি গুলোকে গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বাহিনীর ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন পার্বত্য অঞ্চলে আনসার ব্যাটালিয়ন সদস্যরা যেমনি সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে ঠিক তেমনি গতবছর দুর্গাপূজায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেছে বলেই শারদীয় দুর্গাপূজা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেজন্য তিনি সকল সদস্যকে ধন্যবাদ জানান। আগামীতে বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সবাইকে এখন থেকে প্রস্তুতি নেয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন মহাপরিচালকের মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষগত উদ্যোগে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর সাথে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবশক্তিতে রূপান্তরিত করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দেশে ও বিদেশে দক্ষ মানব সম্পদ হিসেবে প্রেরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাহিনীর সকল সদস্যেকে একই ডাটাবেজের আওতায় নিয়ে আসা হয়েছে। বাহিনীর পক্ষ হতে স্বাস্থ্যখাতে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের যুক্ত করার জন্য অনলাইন স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হচ্ছে।

উপমহাপরিচালক গতানুগতিক চাকরির পেছনে না ছুটে আনসার ভিডিপির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

সবশেষে দৃষ্টান্তমূলক কাজে স্বীকৃতিস্বরুপ ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে জেলা সমাবেশের কার্যক্রম শেষ হয়।