• ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় পীর সাহেব চরমোনাই ঘোষিত গণ ইফতার মাহফিল কর্মসূচি পালন

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৫
দক্ষিণ সুরমায় পীর সাহেব চরমোনাই ঘোষিত গণ ইফতার মাহফিল কর্মসূচি পালন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে শুক্রবার ৬ রমজান (৭ মার্চ) পীর সাহেব চরমোনাই ঘোষিত গণ ইফতার মাহফিল কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আল-আমিন হামযার সঞ্চালনায় গণ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ইসলামি যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরীর প্রকাশনা ও দফতর সম্পাদক মোহাম্মদ নিয়ামত উল্লাহ প্রমুখ।