
স্টাফ রিপোর্টার : সিলেটের বন্দরবাজার এলাকায় দোকান দখলকে কেন্দ্র করে সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামির মধ্যে ব্যপক সংঘর্ষ হয়। সংঘর্ষে তাজিম খান নামে এক ব্যক্তি নিহত হয়।
নিহত তাজিম খানের বড় ভাই ফাহিম খান বাদি হয়ে ১/ কামাল উদ্দিন (২৫) পিতা: আরিফ উদ্দিন ২/ সুমিত বৈদ্য (আকাশ) (২৫) পিতা: সুধন্য বৈদ্য ৩/ আব্দুর রহমান (৩০) পিতা: হারিছ উল্লা ৪ / শাহিন মিয়া(২৪) পিতা : মাসুক মিয়া, ৫/ সুজিত বৈদ্য (২৬) পিতা: সুশীল বৈদ্য পাচঁ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এজাহার নামীয় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে