• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

একাত্তরের গণহত্যাকারীদের বিচার করুন

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫
একাত্তরের গণহত্যাকারীদের বিচার করুন

২৫ মার্চ কালরাত্রি স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সমাবেশে বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জাকির আহমদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ এডভোকেট সাইফুল আলম, বাংলাদেশ জাসদ মহানগর শাখার সহ-সভাপতি লাল মোহন দেব,বাসদ নেতা উজ্জ্বল রায়, বাসদ ( মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, জেএসডি নেতা চৌধুরী শাহেদ কামাল টিটো,সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহীতোষ দেব মলয়, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সুরমা বয়েজ ক্লাবের আনোয়ার হোসেন, কবিতা পরিষদের ধ্রুব গৌতম,যুব জোট আরমান আহমদ, শ্রমিক নেতা প্রবীর দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক, যুব জোট মহানগর শাখার অরিজিত রায়,দিপ্তা সাহা, সাকিব চৌধুরী, সৈয়দ আইয়ার সাবিক বক্ত, প্রমূখ।

মোমবাতি প্রজ্বলন কর্মসূচির সমাবেশে বক্তারা বলেন,গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন হলেও শোষণমূলক ব্যবস্থা দূর হয়নি।অহেতুক বিতর্ক সামনে এনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকে বাতিল করার পরিকল্পনা হিসেবে সংবিধান থেকে চার মূলনীতি বাতিলের কথা আসছে। অথচ এই চার মূলনীতি আওয়ামী লীগের আবিষ্কার নয়, বরঞ্চ পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষের আকাঙ্ক্ষায় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের চেতনা মূর্ত হয়েছিল। সেদিনের বুর্জোয়া শাসকরা তাই জনগণের এই আকাঙ্ক্ষা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর বুর্জোয়া শ্রেণীর সকল শাসকগোষ্ঠী এই মূলনীতির বিপরীতে দেশ পরিচালনা করে বাংলাদেশকে চরম বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে গিয়ে কোনো বয়ানই দাঁড় করানোর অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

বক্তারা একাত্তরের গণহত্যাকারীদের বিচারের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানান।