
দক্ষিণ সুরমা প্রতিনিধি: ১ দফা দাবীতে সারাদেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। গত ৪ আগস্ট বিকেলে দক্ষিণ সুরমা কলেজ হতে বন্দরাবাজার কোর্ট পয়েন্টে যাওয়ার সময় কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় নিরস্ত্র ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হন ফররুখ আহমদ। তিনি দক্ষিণ সুরমার জমশরপুর খালপার গ্রামের শামছুল হকের ছেলে। তিনি তার বাম চোখ ও মাথা ও পায়ে গুলিবিদ্ধ হলে তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী হাসপাতালে। দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসা গ্রহন শেষে গতকাল দক্ষিণ সুরমা থানায় উপস্থিত হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৩, তাং-১৫/০১/২০২৫ইং। মামলার ধারা হচ্ছে ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/১১৪/ ৩৪ পেনাল কোডসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩/৪ ধারা।
মামলার আসামীরা হলেন-১। হাবিবুর রহমান হাবিব (৫২), সাবেক সংসদ সদস্য, সিলেট-৩, সাং- কামালবাজার, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, ৩। আসাদ উদ্দিন, সহ সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ ৪ । আজাদুর রহমান আজাদ, যুগ্ম সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ৫। আলম খান মুক্তি, সভাপতি, সিলেট মহানগর যুবলীগ ৬। মোঃ জামাল আহমদ, সাধারণ সম্পাদক ১০নং কামালা বাজার ইউনিয়ন ছাত্রলীগ, পিতা: মোঃ জহুর আলী, সাং- পুরানগাঁও, থানা- দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৭। শামীম ওরফে পাথর শামীম, সাংগঠনিক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ৮ । শহীদুল ইসলাম চৌধুরী (৪০), সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের এপিএস, পিতা- মৃত নুরুন্নবী চৌধুরী, সাং- শিবগঞ্জ লামাপাড়া, থানা- শাহপরান, জেলা-সিলেট, ৯। নাজমুল ইসলাম (৩৫), পিতা- অজ্ঞাত, সভাপতি, জেলা ছাত্রলীগ, সিলেট, ১০ । রাহেল সিরাজ (৩০), সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, সিলেট, সাং-বড়বাজার, আম্বরখানা, সিলেট, ১১। দেবাংশু দাস মিঠু (৪০), সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ১২। দেলোয়ার হোসেন রাহি (৩০), সভাপতি, এমসি কলেজ ছাত্রলীগ, ১৩। জাহাঙ্গীর আলম (৫০), কাউন্সিলর, ৩৫ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, ১৪ । রুহেল আহমদ (৩২), কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন ও সভাপতি, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ, ১৫। খালেদ হাসান মিলু (৩১), সহ-সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-আতাউর রহমান, সাং- ধরমপুর, রেঙ্গা হাজিগঞ্জ, থানা- মোগলাবাজার, উপজেলা দক্ষিণ সুরমা, জেলা সিলেট. ১৬। দেলোয়ার হোসেন(৪০), পিতা-মৃত হারুনুর রশিদ, সাং-বলদী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ১৭। জাহেদুল ইসলাম (২৪), পিতা মৃত ফজলুর রহমান, সাং-শিলাম, থানা- দক্ষিণ সুরমা জেলা-সিলেট, ১৮। আব্দুল লতিফ @ লালা মেম্বার (৪৫), পিতা-মৃত বখন মিয়া, সাং-হিলালপুর, ১৯। জৈন উদ্দিন (৪৫), পিতা- মৃত আঃ রহমান, সাং-বলদী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, ২০। শাওন আহমেদ খান (২৮), পিতা: মৃত আব্দুল নুর খান, সাং- মোগলপুর, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা: সিলেট, ২১। জালাল আহমদ(৩৯), পিতা-মৃত মুসলিম আলী, সাং- কদমতলী, থানা: দক্ষিণ সুরমা, ২২। সৈয়দ আনছার আলী (৩৩), পিতা-সৈয়দ সাঈদ আলী, সাং-মোহাম্মদপুর, থানা: মোগলাবাজার, জেলা: সিলেট, ২৩। বাবুল মেম্বার (৪৮), পিতা-মৃত বতুল্লা, সাং-সাং- হকিয়ারচর, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, ২৪। আল আমিন (২৭), পিতা-সুরুজ মিয়া, সাং- বরইকান্দি, থানা: দক্ষিণ সুরমা, ২৫। ওসমান গণি (৩৪), পিতা-আলা উদ্দিন, সাং-কইকুড়ী, থানা: দক্ষিণ সুরমা, জেলা: সিলেট ২৬। আতিকুর রহমান (৩৫), পিতা-ফজলুর রহমান, সাং-বলদী, ২৭। নাজির উদ্দিন (৩২), পিতা-রহম আলী, সাং-কইকুড়ী, ২৮। শাহ লোকমান (৩০) পিতা-ক্কারী এনায়েত উল্লাহ, সাং-বলদী, ২৯। দিলোয়ার (৩০), পিতা-কুদ্দুছ, সাং-শিলাম, ৩০। ইমাম উদ্দিন (৪০) পিতা-মৃত আব্দুল ওয়াতির, সাং-মোহাম্মদপুর, ৩১। ফয়জুল হক (৩৮), পিতা হাজী মবশ্বির আলী, সাং হিলালপুর, ৩২। শাকিল আহমদ মান্না (৩০), পিতা-ফখরুদ্দিন আহমদ, সাং- কদমতলী, সর্বথানা- দক্ষিণ সুরমা, জেলা: সিলেট, ৩৩। হাসান আহমদ (৩৪), পিতা-বারাম উদ্দিন, স্থায়ী ঠিকানা-গ্রামঃ চন্দরপুর, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৩৪। কবির আহমদ মেম্বার (৪০), পিতা-মৃত রাজা মিয়া, স্থায়ী ঠিকানা-গ্রামঃ কায়স্তগ্রাম, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৩৫। হাবিবুর রহমান শোভন (৩০), পিতা-অজ্ঞাত, স্থায়ী ঠিকানা-গ্রামঃ মছকাপুর, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৩৬। দুলাল আহমদ (৪০), পিতা-মৃত ইসকন্দর আলী, স্থায়ী ঠিকানা-গ্রামঃ নূরজাহান শরীফগঞ্জ, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৩৭। রাসেল আহমদ (৩৫), পিতা-হাফিজ উদ্দিন, স্থায়ী ঠিকানা-গ্রামঃ ইসলামপুর, উপজেলা/থানা- গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৩৮। আরিফ আহমদ (২৩), পিতা মো. মাজ উদ্দিন, মাতা : মোছা.রিপা সুলতানা, সাং- ধরমপুর, রেঙ্গা হাজিগঞ্জ, থানা-মোগলাবাজার, জেলা সিলেট, বাংলাদেশ, ৩৯। জইন খান (৩০), পিতা-তজমুল খান, স্থায়ী ঠিকানা-গ্রামঃ শ্রীবহর খা পাড়া, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৪০। জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- আব্দুল হান্নান, স্থায়ী ঠিকানা-গ্রামঃ শেরপুর কলাগ্রাম, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৪১। জসিম উদ্দিন (৪০), পিতা-মুহিবুর রহমান, স্থায়ী ঠিকানা-গ্রামঃ আমনিয়া, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৪২। আজিজুর রহমান (৫০), পিতা- আব্দুর রহমান, স্থায়ী ঠিকানা-গ্রামঃ উপর বারকুট, উপজেলা/থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বাংলাদেশ, ৪৩। নাহিদ আহমদ (৩০), পিতা-গেদন মিয়া, স্থায়ী ঠিকানা-গ্রামঃ লক্ষণাবন্দ,উপজেলা/থানা-গোলাপগঞ্জ,জেলা-সিলেট,বাংলাদেশসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন।