• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীর শাহী ঈদগাহে (এনগ্রি চেফ) ফুড ফেষ্ট উদ্বোধন

admin
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫
সিলেট নগরীর শাহী ঈদগাহে (এনগ্রি চেফ) ফুড ফেষ্ট উদ্বোধন

ভোজন বিলাসী মানুষের কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ (এনগ্রি চেফ) ‘ফুড ফেষ্ট । নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই রেস্তোরাঁ। সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে সিলেট নগরীর শাহী ঈদগাহে ফুড ফেষ্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফিতা কেটে এই (এনগ্রি চেফ) ‘ফুড ফেষ্ট উদ্বোধন করা হয়।

‘ফুড ফেষ্ট এর পরিচালক স্বপ্না বেগমের সভাপতিত্বে ও জেবিন সুলতানা তিন্নির পরিচলনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ সাইদুর রহমান হিরো, সিলেট মহানগর বিএনপি নেতা জিয়া উদ্দিন লিটন, মিশিগান যুবদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম তুহিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা নাবিন রাজা চৌধুরী প্রমুখ।

উদ্বোধনীয় অনুষ্ঠান উপলক্ষে মোনাজাত করা হয়।

রেস্টুরেন্টের স্বপ্না বেগম বলেন, ফুড ফেষ্ঠ আজ উদ্বোধন হয়েছে। আপনাদের সবার আমন্ত্রণ রইলো। খাবারের মান একবার হলেও আপনারা যাচাই করে দেখবেন। অতুলনীয় স্বাদে ভরপুর মজাদার সব খাবার খেতে হলে এই রেস্টুরেন্টে অবশ্যই আসবেন। পিজ্জা, বার্গার আমি, পাস্তা, মিটবক্স, রোল, চিকেন ফ্রাই, সী-ফুড, ফেস জুস, কফি, আইসক্রীম সহ সব ধরনের খাবার পাওয়া যায়। তিনি এ রেস্টুরেন্টের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি এখানকার পরিবেশ যাতে মান সম্মত হয় সেদিকে খেয়াল রাখার কর্মচারীদের প্রতি আহবান জানান।