• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার ধোবারহাটে শমসেরগঞ্জ বাজারে ‘দাশ এগ্রিকালচার ফার্ম’ অগ্নিকান্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৪
মৌলভীবাজার ধোবারহাটে শমসেরগঞ্জ বাজারে ‘দাশ এগ্রিকালচার ফার্ম’ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার শমসের গঞ্জ বাজারের ধোবারহাট গ্রামের কৌশিক রঞ্জন দাশের ‘দাশ এগ্রিকালচার ফার্মে’ একদল মুখোশধারী যুবক গত ১১ ফেব্রুয়ারী রবিবার ২০২৪ ইং আনুমানিক মামলা রাত ১০টার দিকে হামলা চালায়।

এতে পরে হামলাকারীরা ফার্মটিতে আগুন ধরিয়ে দেয়। তাছাড়া, হামলাকারীরা ফার্মের গরু, ছাগল সহ গবাদী পশু-চুরি করে নিয়ে যায়।প্রতিবেশিরা জানান হামলার ঘটনার সময় ফার্মের মালিক কৌশিক রঞ্জন দাশ ও তার সহধর্মিনী গুরুতর আহত হন। ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবাবের কথা বলতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা যায়, প্রাণনাশের ভয়ে তারা এলাকা ত্যাগ করেছেন এবং বর্তমানে তারা নিখোজ আছেন। আত্মীয় এবং পাড়া প্রতিবেশীরা অদের অবস্থান সম্পর্কে কোন খবর দিতে পারেন নি।

প্রসঙ্গত, ব্যবসায়ী কোশিক রঞ্জন দাশের ছেলে লন্ডন প্রবাসী পংকজ দাশের সাথে পূর্বশত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পরিবারটিকে অনেকদিন ধরেই হ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো এবং দেশত্যাগ করার জন্য চাপ দিছিলো।
উল্লেখ্য যে, ব্যবসায়ী কৌশিক রঞ্জন দাশের ছেলে পংকজ দাশ দেশে অবস্থান কালে একাধিকবার হামলার শিকার হন।