
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন গোতগাও এ ইংল্যান্ড প্রবাসী জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা’র বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা চালায়। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেত্রী আয়েশা সিদ্দিকা’র বাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা আনুমানিক ০৭:৪০ ঘটিকার দিকে স্থানীয় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসী রূপে আয়েশা সিদ্দিকার খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা আয়েশা সিদ্দিকা’কে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আয়েশা সিদ্দিকা জগন্নাথপুর উপজেলার গোতগাও গ্রামের আব্দুল রশিদ এর মেয়ে। তিনি জগন্নাথপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। শুধু মাত্র রাজনীতি করার কারনে তার বাড়িতে এ অতর্কিত হামলা চালানো হয়।
আয়েশা সিদ্দিকার পিতা আব্দুল রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার পূর্বে বিএনপি-জামায়াতের ক্যাডাররা আমার মেয়ের খুঁজে বাড়িতে এসে হুমকি-ধামকি দিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে বলে আয়েশা সিদ্দিকাকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে। বর্তমানে তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে বাড়িঘর ছেড়ে অন্যত্র জীবন যাপন করিতেছেন।
ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।