
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মঙ্গল শোভাযাত্রা।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ নগরের চৌহাট্টায় প্রতি বছরের মতো এবারও ভোলানন্দন নৈশ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয় বর্ণিল আয়োজন।চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ জায়েদা শারমিন স্বাতী,বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য ও কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরো, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, এদেশের মানুষের সবচেয়ে অসাম্প্রদায়িক উৎসব ১লা বৈশাখ। ধর্ম,বর্ণ সকল সম্প্রদায়ের মানুষ ১লা বৈশাখে উৎসবে মেতে ওঠে। কিন্তু একটি অশুভ শক্তি প্রতিবারই ১লা বৈশাখ কে বিতর্কিত করার চেষ্টা করে। বক্তারা আগামীর বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নগরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার ঘরে চৌহাট্টায় এসে শেষ হয়। এরপর শুরু হয় চারণ সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকাল ৫টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।