• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিক শরীফ আহমদ এর বাড়িঘর ভাংচুর ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪
সাংবাদিক শরীফ আহমদ এর বাড়িঘর ভাংচুর ও লুটপাট

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামে দৈনিকসিলেটের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ আহমদ এর বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিরীহ সাংবাদিকদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগষ্ট ২০২৪ ইং তারিখে শরীফ আহমদ এর গ্রামের বাড়ি বড়কাপনে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শরীফ আহমদ ছাতক উপজেলার বড়কাপন গ্রামের ছমির উদ্দিনের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, শরীফ আহমদ ২০২৩ সাল থেকে সাংবাদিতকতা শুরু করে। এর কিছু পর সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিকসিলেট ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধির নিয়োগ প্রকাশিত হলে তিনি আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সুনামগঞ্জ জেলা প্রতিনিধির দায়িত্ব দেন অফিস কর্তৃপক্ষ। এরপর তিনি নিয়মিত বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও সংবাদের প্রকাশের জেরে জামায়া-শিবিরের নেতাকর্মীদের রোশানলে পড়েন। কিন্তু সরকার পটপরিবতনের ফলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাকে না পেয়ে তার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। জামায়াত শিবিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশে প্রতিহিংসার জেরে তার বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে পালিয়ে যান। কেউ আবার বাড়িতে আত্মগোপনে ছিলেন। বিএনপি জামায়াত ও বৈষম্যবিরোধীরা বিভিন্ন স্থানে দলবেধে গিয়ে ভাংচুর ও লুটপাট করে।

শরীফ আহমদ এর বাবা ছমির উদ্দিন অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে সাংবাদিকতার করার কারণে একদল সন্ত্রাসীরা আমার বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও বাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো, তারা চিৎকার দিয়ে বলে শরীফ আহমদকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে। বর্তমানে শরীফ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করিতেছেন। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ৫ আগস্টের সরকার পতনের পর অনেক নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্টানে লোকজন হামলা ও ভাংচুর করেছে। এসব রোধ করতে পুলিশ চেষ্টা করছে।