• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক হলেন মো: শাহীন আহমদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৩
সিলেট জেলা যুবলীগের সহ-সম্পাদক হলেন মো: শাহীন আহমদ

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবলীগের নবগঠিত কমিটির সহ-সম্পাদক হলেন জকিগঞ্জের কৃতি সন্তান মো: শাহীন আহমদ।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সিলেট জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। কমিটিতে শামীম আহমদ (ভিপি) কে সভাপতি ও মোহম্মদ শামীম আহমদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত সিলেট জেলা যুবলীগের কমিটিতে মো: শাহীন আহমদে সহ-সম্পাদক নির্বাচিত করা হয়।

মো: শাহীন আহমদ বলেন, জাতির সকল ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্ত্র প্রহরীর মতো তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। সবসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ আন্দোলন সংগ্রামের পরিক্ষীত সৈনিক, ঘোষিত কমিটির মাধ্যমে সিলেট জেলা যুবলীগের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরো বেশী শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। দেশের ক্রান্তিলগ্নে বর্তমান জেলা কমিটিতে স্থানপ্রাপ্ত যুবলীগ নেতৃবৃন্দ জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার পাশাপাশি সিলেট জেলা আওয়ামী যুবলীগকে আরো শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজপথের ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে সিলেট জেলা যুবলীগের কমিটিতে সহ-সম্পাদক নির্বাচিত করায় মো: শাহীন আহমদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও মুজিবীয় শুভেচ্ছা জানান।