• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট কল্যাণ সংস্থার দিনব্যাপী কর্মসূচী গ্রহণ

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট কল্যাণ সংস্থার দিনব্যাপী কর্মসূচী গ্রহণ

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশপ্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ উদ্যোগে শুক্রবার (২ মে ২০২৫) সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফলে শেষ প্রস্তুতি ও ২৭তম বছরের শেষ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির শপথের তারিখ পরিবর্তন করে আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৫-এ নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে ৫ মে’র প্রতিষ্ঠাবার্ষিকী সফলে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। আগামী ৫ মে সোমবার উভয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান, সিলেট এর সম্মুখে বিকাল ২.৩০ ঘটিকায় যুব সমাবেশ, বিকাল ৩.১৫ ঘটিকায় বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানের সম্মুখ হতে সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকাল ৪.০০ ঘটিকায় আলোচনা সভা, বিকাল ৫.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান, সন্ধ্যা ৫.৪৫ ঘটিকায় সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ও শুভেচ্ছা স্মারক অনুষ্ঠানের উদ্যোগে গ্রহণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ মে দুপুর ১২.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ৫০ জন প্রতিবন্ধী ও অসহায় শিশুদের দুপুরের খাবারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় সিলেট কল্যাণ সংস্থার ২৭তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফলে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ জয়নাল আবেদীন, বিজিত চন্দ, মোঃ নিয়াজ কুদ্দুছ খান, মোঃ আব্দুল আলী, কালিপদ সূত্রধর, আদিলা তাবাসসুম আফরিন, নীলমনি কান্ত চন্দ, ফয়েজ হাসান, জুবায়ের চৌধুরী, মখছুছুর রহমান, মোঃ সুহেল মিয়া, মোহাম্মদ সহিদ চৌধুরী ও মোঃ তাজউদ্দীন।