• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

admin
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: আব্দুস সামাদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান সিলেট সিটি কর্পোরেশন ৩১নং ওয়ার্ডের মুরাদপুরে যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মো: আব্দুস সামাদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের অস্ত্রধারী ক্যাডার বাহিনী একযোগে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ন্যায় আওয়ামী লীগ নেতা মো: আব্দুস সামাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলা করে।

ঘটনাটি গত ৮ আগস্ট বৃহস্পতিবার রাত আনুনিক ০৭ টা ০৫ ঘটিকার ঘটে। খবর নিয়ে জানা যায় স্থানীয় বিএনপি-জামাতের অস্ত্রধারী ক্যাডার সন্ত্রাসী বাহিনী মো: আব্দুস সামাদের খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা মো: আব্দুস সামাদকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে ও বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মো: আব্দুস সামাদ সিলেট সদর উপজেলার সাবেক ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বর্তমান সিলেট সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের মোঃ বশির মিয়ার ছেলে। তিনি সাবেক ৩নং ওয়ার্ড, বর্তমান ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতি করার কারণে মো: আব্দুস সামাদের অনুপস্থিতিতে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাড়িতে মো: আব্দুস সামাদের মা বোনসহ অন্যান্যরা অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানান, হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। তারা চিৎকার দিয়ে বলে মো: আব্দুস সামাদকে খুঁজে পেলে তারা প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে। বর্তমানে মো: আব্দুস সামাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করিতেছেন।

এঘটনার বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।