• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ব্যবসা প্রতিষ্ঠান থেকে গাজা উদ্ধার, ব্যবসায়ী আটক: ব্যবসায়ী সমিতির নিন্দা

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৮
ব্যবসা প্রতিষ্ঠান থেকে গাজা উদ্ধার, ব্যবসায়ী আটক: ব্যবসায়ী সমিতির নিন্দা

ব্যবসায়ী আব্দুল হাকিম

জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে ‘মেসার্স হাকিম ষ্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ গ্রাম পরিমাণ গাজা মাদকদ্রব্য উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিষ্ঠানের মালিক শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে। ১৭ জুন রবিবার বিকাল ০৪.৩০ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত ব্যবসায়ী আব্দুল হাকিম স্থানীয় কোনাগ্রামের মস্তই মিয়ার পুত্র। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আব্দুল হাকিমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। এদিকে আব্দুল হাকিমের দোকান থেকে মাদকদ্রব্য উদ্ধার ও তাকে আটকের বিষয়টিকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তিদাবী করেছে শাহগলী বাজার ব্যবসায়ী সমিতি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ১৭ জুন রবিবার বেলা ২টার দিকে জকিগঞ্জে থানায় গোপন সংবাদ আসে শাহগলী বাজারের ‘মেসার্স হাকিম ষ্টোর’ এ বিক্রয়ের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত অবৈধ মাদকদ্রব্য মজুদ রয়েছে। সংবাদ প্রাপ্তির পর পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল ০৪.৩০ ঘটিকার দিকে উক্ত দোকানে অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক আব্দুল হাকিম দোকনেই ছিলেন। স্থানীয় লোকজন ও দোকান মালিকের উপস্থিতিতে পুলিশ দোকানের ভিতর তল্লাশী চালায়। তল্লাশীর একপর্যায় দোকানের এককোনে তাড়িয়ার উপর টিনের কোটায় কালো পলিথিনের ভিতর রক্ষিত প্রায় ৫০৯ গ্রাম পরিমাণ নিষিদ্ধ ঘোষিত গাজা মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ এবং ব্যাবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যায় এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যবসায়ী আব্দুল হাকিমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। পরদিন আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনাকে ব্যবসায়ী নেতা আব্দুল হাকিমের শত্রুপক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছে শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আব্দুল হাকিম একজন সৎ, পরিচ্ছন্ন ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তিনি সততা ও সুনামের সাথে ব্যবসা করে আসছেন। তিনি স্থানীয় ব্যবসায়ী সমিতির নির্বাচিত সহ-সভাপতি। তিনি মাদকদ্রব্য গাজার ব্যবসা করবেন তা হাস্যকর ও অগ্রহণযোগ্য। শত্রুপক্ষ তাকে হেয়প্রতিপন্ন ও নির্যাতন করার অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ভাবে তার অগোচরে দোকানে মাদকদ্রব্য গাজা রেখে পুলিশে খবর দিয়ে তাকে ফাসিয়েছে। শাহগলী বাজার ব্যবসায়ী সমিতি ষড়যন্ত্রমূলক এই ঘটনার তীব্র নিন্দ্রা জানায় ও আব্দুল হাকিমের অভিলম্বে নিঃশর্ত মুক্তি চায়। একই সাথে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ষড়যন্ত্রকারীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানায় প্রশাসনের কাছে।