• ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা রাব্বীর বিরুদ্ধে তিন মামলায় গ্রেফতারী পরোয়ানা

admin
প্রকাশিত জুলাই ৯, ২০২৪
ছাত্রলীগ নেতা রাব্বীর বিরুদ্ধে তিন মামলায় গ্রেফতারী পরোয়ানা

জগন্নাথপুর প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কালনীরচর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ও এমাদুর রহমানের ছেলে মো. এমরান হোসেন রাব্বীর বিরুদ্ধে তিনটি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন বলে জানিয়েছে আদালত সূত্র।

সূত্র জানায়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, মারপিট, গুলি ও ককটেল বিস্ফোরণ এবং হত্যা ঘটনায় দাখিলকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে জগন্নাথপুর থানার মামলা নং-১০ তাং-২৫/০৮/২০২৪ইং, জগন্নাথপুর জিআর ১৩৮/২৪ইং, ধারা: ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪ দ:বি:। এসএমপি’র কোতোয়ালী থানার মামলা নং-১৯ তাং ১১/০৯/২৪ইং জিআর ৪১৮/২৪ইং, ধারা: ১৯০৮ ইং সনের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা এবং ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/১০৯/১১৪/৩৪ দ:বি:। কোতোয়ালী থানার মামলা নং ৩১ তাং০৪/৮/২৪, জিআর ৫১২/২৪ইং, ধারা: ১৯০৮ইং সনের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা এবং ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ দ:বি:।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার কালনীরচর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মো. এমরান হোসেন রাব্বীর বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে ।