• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

বিভিন্ন দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

admin
প্রকাশিত মে ২৫, ২০২৫
বিভিন্ন দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

মো. বায়েজীদ বিন ওয়াহিদ
সুনামগঞ্জে ৪ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জেলা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
স্মারকলিপি থেকে জানাযায়, গত ৫ মাস যাবত ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার দায়িত্বে থাকা ২০২০ জন শিক্ষক ও ১০১০ জন সহায়ককর্মী বেতন-ভাতা পাচ্ছে না। ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহত করন প্রকল্প’ (২য় পর্যায়) পাশ না হওয়ায় বকেয়া বেতন ও ২ ঈদের বোনাসের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব নির্ধারিত স্মারকলিপি প্রদানের কর্মসূচির অংশবিশেষ হিসেবে রবিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
গত বছরের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও ধর্ম-মন্ত্রণালয়ের বিশেষ চাহিদায় প্রকল্পের কার্যক্রম চলমান রাখা হয়। কিন্তু গত ২৪ মে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পাশ হলেও দারুল আরকাম মাদ্রাসা সমূহের প্রকল্প ঝুলিয়ে রাখা হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন অন্ধকারে পতিত হয়েছে তেমনি ৩ হাজার আলেম শিক্ষক ও সহায়ক কর্মী বেতনহীন মানবেতর জীবন যাপন করছেন।
শিক্ষকদের দুর্দশা ও হতাশার কথা স্মারকলিপিতে প্রকল্প জটিলতা নিরসন করে আসন্ন কুরবানি ঈদের আগে বকেয়া বেতন-বোনাস প্রদান ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সু-সংহত করন প্রকল্প (২য় পর্যায়) অনুমোদনসহ ৪ দফা দাবি উল্লেখ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপ পরিচালক- কৃষিবিদ মোশাররফ হোসেন।