• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের ইউনিয়ন ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ২৯, ২০২৫
ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের ইউনিয়ন ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জে ছাত্র জমিয়তের ইউনিয়ন ও ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটায় ছাত্র জমিয়ত ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাহিদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য তানভীর আহমেদ তাহমিদ।

স্বাগত বক্তব্য রাখেন কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান।

সাধারণ সম্পাদক শায়খুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জননেতা মাও.নজরুল ইসলাম বলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলার কার্যক্রম যে পরিমাণ অগ্রসর হচ্ছে, তা সত্যি আমাকে আবেগ আপ্লুত করেছে। ১৯৯২ সালে আমিও ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রথম সভাপতি ছিলাম। সেই থেকেই ছাত্র জমিয়ত বাংলাদেশ আমার মনে প্রাণে গেতে আছে। আমি চাই ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা তার সকল শাখা প্রশাখা সমূহ-কে নিয়ে আরো বিস্তৃত হোক। আজকের এই প্রতিনিধি সম্মেলন অত্যান্ত সাজানো গোছানো। সত্যিই এর জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশংসার দাবিদার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওছার আহমদ।

এসময় আরো বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন, জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, সহ সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।

এসময় ইউনিয়ন ও ক্যাম্পাস থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়ন ও ক্যাম্পাসের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।