• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা নাজিম আহমদের বাসায় পুলিশের তল্লাশী ও অভিযান

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫
ছাত্রদল নেতা নাজিম আহমদের বাসায় পুলিশের তল্লাশী ও অভিযান

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরের ছাত্রদলের সাবেক নেতা নাজিম আহমদের পারিবারিক বাসভবনে তল্লাশী ও অভিযান চালিয়েছে পুলিশ। গত মঙ্গলবার (১১ মার্চ) রাত আনুমানিক ১০টায় আম্বরখানাস্থ নাজিম আহমদের বাসায় এ ঘটনা ঘটে। এসময় বাসার আশপাশের লোকজন তল্লাশীর বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ বলছে, ছাত্রদল নেতা নাজিম আহমদ দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য এ অভিযান চালানো হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৩ সালে শাহপরাণ থানায় ছাত্রদল নেতা নাজিম আহমেদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ নাজিম আহমেদকে গ্রেফতার করার জন্য তার বাসায় তল্লাশী ও অভিযান চালিয়ে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে। এতে ছাত্রদল নেতা নাজিম আহমেদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনার ব্যাপারে শাহপরান থানার এস.আই শফিকুর রহমানের যোগাযোগ করলে তিনি জানান, গত ১ নভেম্বর ২০২৩ তারিখে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী শাহপরান থানাধীন টিলাগড় পয়েন্টে সরকারি কাজে বাধা প্রদান, যানবাহন ভাঙ্গচুর, পুলিশের উপর আক্রমন ও বিস্ফোরক ঘটানোর দায়ে নাজিম আহমদসহ মোট ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০-৫০ জন রেখে ফৌজদারি বিধান ১৫৪ নং ধারায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন। তিনি বলেন এ মামলার পলাতক আসামী নাজিম আহমদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এই সাবেক ছাত্রদল নেতা উক্ত মামলার ৫নং আসামী। এই মামলার ৩নং আসামী আব্দুল্লাহ, ৪নং আসামী গাজি নাছির, ৭নং আসামী মো: তৌরিজ আলীসহ অনেকেই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। ১নং আসামী রানা আহমদ, ২নং আসামী বদরুল আজাদ, ৫নং আসামী নাজিম আহমদসহ কিছু আসামী এখনো পলাতক রয়েছে। শাহপরান থানার পক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করার জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

ছাত্রনেতা নাজিম আহমদের পিতা আব্দুল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, গতকাল মঙ্গলবার রাতে কয়েকজন লোক গাড়িসহ আমার বাসায় আসেন এবং তারা আমার ছেলে নাজিম আহমদ কোথায় আছে জিজ্ঞেস করেন। তিনি তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বলেন, আমরা শাহপরান থানা থেকে এসেছি। তিনি বলেন, বিভিন্ন সময় এভাবে অনেকে আমার ছেলের অবস্থান সম্পর্কে খোঁজ নেয়। এমনকি শেখ হাসিনা সরকার পতনের পরও আমার ছেলের উপর দায়ের করা মিথ্যা মামলার জন্য পুলিশ তাকে খুঁজতে আসে এবং আমাদের পরিবারকে হয়রানি করে। এ ঘটনায় ছাত্রদল নেতা নাজিম আহমদের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা নাজিম আহমদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।