
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি মো: রইছ আলীর (৬০) এর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার যের ধরে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদের নির্দেশে জামাত কর্মীরা সাদিকুজ্জমানের ভাষা শিক্ষা প্রতিষ্টান ইউকে বাংলা ভাঙ্গচুর করে। বিএনপি’র সন্ত্রাসী বাহিনী দেশের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর টার্গেটেড হামলা, ভাঙচুর ও লুটপাঠ চালাচ্ছে।
গত ০৫/০৮/২০২৪ সাদিকুজ্জামানের বাড়িতে গিয়ে জামায়াত-বিএনপি’র সন্ত্রাসী বাহিনী পিস্তল, ককটেল বোমা বিস্ফোরণ করে বাড়িতে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে। ঘরে ডুকে তার বাবা মো: রইছ আলীকে রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। মা ও ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করা হয়। সন্ত্রাসীরা তার ঘর বাড়ি ভাঙচুর করে। সন্ত্রাসীরা তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে চাঁদা না দেওয়ায় তার ভাইকে শারীরিকভাবে নির্যাতন করে। জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা তার মাকে পেয়ে জিজ্ঞাসা করে সাদিকুজ্জমান কোথায় মা কোন কিছু না বললে থাকে ও নির্যাতন করে বড় ভাই মায়ের উপরে নির্যাতন দেখে প্রতিবাদ করলে তাকে লাটি/রামদা দিয়ে আঘাত করে এবং হুমকি দেয় যে, যদি সাদিকুজ্জমান খোঁজে পাই তাকে প্রাণে হত্যা করব। বর্তমানে তার পরিবার জামায়াত-বিএনপির ক্যাডারদের হুমকির মুখে আছে যেকোন সময় তার পরিবারের সদস্যদের আরোও বড় ধরনের ক্ষয় ক্ষতি হতে পারে।