• ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা

admin
প্রকাশিত জুলাই ৫, ২০২৫
সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে (০৪ জুলাই) সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ২০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ১৬ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বেলা ১১.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত দুই ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে আগামী ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সর্বস্তরের নাগরিক ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভার উদ্যোগ গ্রহন করা হয়। ১৬ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সকাল ১০.৩০ ঘটিকার সময় সাংগঠনিকভাবে জমায়েতেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা বলে হুশিয়ারী ব্যক্ত করেন।

সভায় নাগরিক অধিকার নিয়ে টালবাহানাকারীদের ১৮কোটি সাধারণ জনগণের শত্রু তারা হিসেবে আখ্যায়িত করা হয়। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ও নার্সদের অবহেলায় বারান্দায় সন্তান প্রসব এবং এক নবজাতক শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ওসমানী হাসপাতালের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী। ২০তম সাপ্তাহিক সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, বিশিষ্ট সমাজকর্মী নেছার আহমদ, বাংলাদেশী প্রবাসী কমিউনিটি নেতা ময়েদুল ইসলাম চৌধুরী, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দপ্তর সম্পাদক কালিপদ সূত্রধর, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া, সিসিক ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে গৌতম কুমার মজুমদার, ফরিদ আলী, হেলাল মিয়া, খাঁন রাফি, নীলমনি কান্ত চন্দ, মোঃ জয়নাল আবেদিন, কবি ও সাহিত্যিক মকসুদ আহমদ লাল, আদিলা তাবাসসুম আফরিন, সৈয়দ মোঃ ফয়জুল ইসলাম ও তরুন রায়।