
বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুজেল মিয়া বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ১৩ আগষ্ট ২০২৪ তারিখে মোহাম্মদ সুজেল মিয়া বাড়ি কুবেরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি-জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ সুজেল মিয়াা বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। এসময় বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে মোহাম্মদ সুজেল মিয়ার খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর দেয়। শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার অপরাধে তার বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর করা হয়। এসময় হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। তারা চিৎকার দিয়ে মোহাম্মদ সুজেল মিয়াকে খুঁজিতে থাকে। তারা তাকে যেখানে পারে প্রাণে মেরে ফেলবে বলে হত্যা হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে মোহাম্মদ সুজেল মিয়ার বাবা আঙ্গুর মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি-জামাতের ক্যাডারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলার সময় বাসায় আমি ছিলাম না ছিলেন আমার স্ত্রী। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে হামলা ও ভাংচুর করা হয়েছে। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে আঙ্গুর মিয়ার পরিবার চরম আতংকের মধ্যে বসবাস করিতেছেন।
ঘটনার বিষয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগ মোহাম্মদ সুজেল মিয়া বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।