• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাহমুদুল হাসান

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে:  মাহমুদুল হাসান

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে ১৪ জুলাই সোমবার বেলা ৩টায় সিলেট আইএবি মিলনায়তনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ্ব নযীর আহমদ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের নতুন বাংলাদেশ এবং নিরাপদ দেশ গঠনের লক্ষ্যে জনগণের নিকট জবাবদিহি মূলক একটি সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জবাবদিহীতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়।

নেতৃবৃন্দ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না, জবাবদিহীতা মূলক সরকার হবে এবং একটি সুন্দর দেশ গঠন হবে।

যৌথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমীন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা সভাপতি মুফতী আবু তাহের মিসবাহ, মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মহানগর সভাপতি জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী, মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু প্রমুখ।