• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রতীকী ম্যারাথন

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সিলেটে প্রতীকী ম্যারাথন

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট, জেলা ক্রীড়া অফিস, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নগরীর ক্বীন ব্রীজ, মধুবন মার্কেট চতুর, জিন্দাবাজার পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা পয়েন্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্বীন ব্রীজ চত্বরে গিয়ে শেষ হয়।

সকাল ৭টায় ক্বীনব্রীজ চত্বরে অসীম আকাশে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

৩৬ জুলাই স্মরণে প্রতীকী ম্যারাথনে ১ম হতে ৩৬তম স্থান অধিকারী রানারদেরকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। আহত ও শহিদ পরিবারের সদস্যদেরকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও প্রতীকী ম্যারাথনে অংশগ্রহণকারী সকল রানারকে সনদপত্র প্রদান করা হয়।

এসময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোঃ আল-জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোঃ ফখরুজ্জামান, সিলেট জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নূর হোসেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী, ওয়ারিয়র্স অব জুলাই সিলেট জেলার আহ্বায়ক রেদওয়ান রাফী, সাহাজ উদ্দিন টিপু, অ্যাডভোকেট মোঃ আজিম উদ্দিন, আখতার হোসেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জেলা প্রশাসন সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সিলেট, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ, সিলেট জেলা ফুটবল রেফারীবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের কোচবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট, তথ্য অফিস সিলেট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট, বিভিন্ন সরকারি দপ্তরসমূহ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতীকী ম্যারাথন শুরুর প্রারম্ভেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করা হয়। ম্যারাথন পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ স্মৃতিচারণ করেন।