
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের প্রভাবশালী নেতা আমিরুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদুল ইসলাম, সাইদুল ইসলাম, মাইদুল ইসলাম, আমিনুল ইসলামের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে বিক্ষুদ্ধ জনতা। গত ৬ আগষ্ট বিকেলে সাদিপুর, রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর,করে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, গত ০৬ আগস্ট সোমবার বিকেলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সন্ত্রাসী রূপে ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামের খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা আমিরুল ইসলাম ও যুবলীগের নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে তছনছ করে। শুধুমাত্র রাজনীতি করার অপরাধে তার বাড়িতে এ অতর্কিত হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামের বাড়িতে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। এসময় তারা চিৎকার দিয়ে তাদেরকে খুঁজিতে থাকে। তারা বলে ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম ও তার ভাইদেরকে হত্যার হুমকি দিয়ে বাড়ি ত্যাগ করে।
এ বিষয়ে শাহপরাণ থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।