• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা সফর, ১৪৪৭ হিজরি

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগররীর দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগররীর দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান ২৬ জুলাই শনিবার সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ প্যারালাক্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক কবি কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, হযরত শাহজালাল ডি. ওয়াই কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতবুল আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মাহবুবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মুহাম্মাদ উসমান গণি, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আহমাদ রায়হান ফারহী প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম নোমান।