
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীকে জমিয়তের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৯ আগস্ট) কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সিলেট ও চট্রগ্রামের আসনসমূহে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী বলেন, এই মহান দায়িত্ব অর্পণ করার জন্য আমি কেন্দ্রীয় জমিয়তের আমির, মহাসচিব ও শূরা সদস্যবৃন্দ, স্থানীয় জেলার ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। এটি শুধু আমার ব্যক্তিগত গর্ব নয় বরং আমাদের ত্যাগ, আদর্শ ও আন্দোলনের স্বীকৃতি। আমি দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন এবং আমাদেরকে সত্য, ন্যায় ও নৈতিকতার পথে পরিচালিত করেন। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।