• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

লিটন তালুকদারকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় জামালগঞ্জে আনন্দ মিছিল

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
লিটন তালুকদারকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় জামালগঞ্জে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার::
গত ২৯ শে জুলাই জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি কর্তৃক উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোঃ লিটন তালুকদারকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করায় স্থানীয় নেতা-কর্মীর উদ্যোগে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা জমায়েত হয়ে মিছিলটি বের করেন। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মোঃ লিটন তালুকদারকে সদস্য নির্বাচিত করায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। ভবিষ্যতে লিটন তালুকদারের নেতৃত্বের প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন তারা। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম মোহন, উত্তর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, নূর মোহাম্মদ মকবুল, সাজ্জাদ, লালন, রুহুল আমিন, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আলী হোসেন, লাল মিয়া, ইমরান মিয়া ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, “মোঃ লিটন তালুকদার একজন সৎ, নিষ্ঠাবান এবং ত্যাগী নেতা। দলের দুঃসময়ে তিনি পাশে ছিলেন, ভবিষ্যতেও দলকে আরও সুসংগঠিত করতে তার ভূমিকা অনস্বীকার্য হবে। এসময় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।