• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সাদাপাথর সহ প্রাণ-প্রকৃতি ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করুন: বাসদ

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
সাদাপাথর সহ প্রাণ-প্রকৃতি ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করুন: বাসদ

সাদাপাথর সহ প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে, পরিবেশের ভারসাম্য ও শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় বাস্তব সম্মত নীতিমালার আলোকে পাথর উত্তোলনের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় কোর্ট পয়েন্টে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বাসদের সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সাবেক ছাত্রনেতা এচারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সাবেক ছাত্রনেতা এম এ ওয়াদুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মুখলেছুর রহমান, মনজুর আহমদ, কবি মেঘনাদ ,সংগ্রাম পরিষদের সৈকত আহমদ, আনোয়ার হোসেন, রণি আহমদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন , সাদা পাথর লুটপাটের ঘটনা দুর্বৃত্ত্বায়িত রাজনৈতিক ফল। দীর্ঘদিন থেকে পাথর লুটপাটের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। সাদা পাথর লুটপাটের দায় জেলা প্রশাসক সহ স্হানীয় প্রশাসন এড়াতে পারেন না।পাথর উত্তোলন বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐক্য প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টার বক্তব্যের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন,পাথর লুটপাট বন্ধে ব্যর্থতার জন্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত।বক্তারা পাথর লুটপাটকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা সাদা পাথর সহ প্রাণ-প্রকৃতি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানো,পরিবেশের ভারসাম্য ও শ্রমজীবীদের স্বার্থ রক্ষায় বাস্তব সম্মত নীতিমালার আলোকে পাথর উত্তোলন নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।