• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আম্বরখানায় সন্ত্রাসী সুমনের হামলায় মো: আবুল খায়ের আল রশিদ আহত

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৩
আম্বরখানায় সন্ত্রাসী সুমনের হামলায় মো: আবুল খায়ের আল রশিদ আহত

স্টাফ রিপোর্টার: সিলেটের আম্বরখানায় পূর্ব শত্রুতার জেরে মো: আবুল খায়ের আল রশিদ এর উপর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মো: আবুল খায়ের আল রশিদকে রাস্তায় একা পেয়ে আফতাব বাহিনীর সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করে। শুক্রবার (২৫ আগষ্ট) ২০২৩ তারিখে বিকেল ৩টায় আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো: আবুল খায়ের আল রশিদ পশ্চিম পীরমহল্লার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে আম্বরখানা এলাকায় লেচুবাগানের মাজারের মোড়ায় এলাকায় রিক্সা দিয়ে যাচ্ছিলেন মো: আবুল খায়ের আল রশিদ, তখন আফতাব বাহিনীর সন্ত্রাসীরা তাকে রিক্সা আটকিয়ে তার অন্যান্য বাহিনীকে খবর দেয় ঐ এলাকার আসে। তখন রিক্সা ড্র্রাইভার মো: আবুল খায়ের আল রশিদকে একা ফেলে চলে যায়। তাকে রাস্তায় পথরোধ করে দেশীয় অস্ত্রদিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় আফতাব বাহিনী সদস্য সুমন সহ অন্যান্য সন্ত্রাসীরা। তখন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসার জ‍ন‍্য ভর্তি করা হয়। তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছেন বলে আমরা জানতে পেরেছি। হামলার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায় ।

এ ঘটনায় মো: আবুল খায়ের আল রশিদ বলেন, আমার ছেলে ইরফান আহমেদ সুহেবকে বিদেশে পাঠিয়ে দেওয়ায় আফতাব বাহিনীর সন্ত্রাসীরা রাস্তায় একা পেয়ে হামলা করে গুরুতর আহত করেছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।