• ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ যুবদল নেতা জাহিদুল ইসলামকে বহিষ্কার

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
গোলাপগঞ্জ যুবদল নেতা জাহিদুল ইসলামকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতিতে একাত্মতা পোষণ করে ৫ আগস্ট গণহত্যার অভিযোগে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা বিএনপি।

গত ১২ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. সাঈদ আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতিতে একাত্মতা পোষণ করে ৫ আগস্ট গণহত্যার অভিযোগের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক জাহিদুল ইসলামকে সিলেট জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেন। নেতৃবৃন্দ জাহিদুল ইসলামকে দলের গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে। তার বিরুদ্ধে ৫ই আগস্টের গণহত্যায় প্রমাণ পেেেছ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারা শীগ্রই তাকে দেশে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে। সে দেশের যেকোনো স্থানে অবস্থান করলে সাথে সাথেই গ্রেফতার করা হবে। একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের জাহিদুল ইসলামের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতিতে একাত্মতা পোষণ করে ৫ আগস্ট গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিষয়টি জেলা বিএনপির নজরে আসার পর পরই তাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে বিএনপির রাজনীতির সাথে তার সাংগঠনিক সম্পর্ক নেই। এতে কেউ সাংগঠনিক বিষয়ে তার সাথে যোগাযোগ করে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।