• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে ৪৬১ প্রতিবন্ধী পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০২০
সিলেটে ৪৬১ প্রতিবন্ধী পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নে ৪৬১জন প্রতিবন্ধী ও তার পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপসহারসামগ্রীর মধ্যে রয়েছে নগদ টাকা, শাড়ী-লুঙ্গি ও খাদ্য সামগ্রী।

এসময় তিনি বলেছেন- কোনভাবেই প্রতিবন্ধী শিশুকে অবহেলা করা যাবেনা। তার সাথে খারাপ আচরণ না করে সবসময় সুন্দর আচরণ করে তার মেধা বিকাশের জন্য সহযোগীতা করতে হবে। শিক্ষায় অগ্রগত হতে পারে এমন প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি করে তাকে শিক্ষা গ্রহণের জন্য সুযোগ করে দিতে হবে। যদি কোন শিক্ষক এমন প্রতিবন্ধী শিশুকে স্কুলে ভর্তি না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও বিধান রয়েছে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ পংকি খান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: কামরুজ্জামান, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যাম, স্থানীয় চেয়ারম্যান আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক শ্রী নিখিল পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সদস্য আশিক আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা দবির মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সামাদ।