• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট মহানগর যুবদলের আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে মুন্সিপাড়ায় মির্জা মো. সম্রাট হোসেন

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫
সিলেট মহানগর যুবদলের আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে মুন্সিপাড়ায় মির্জা মো. সম্রাট হোসেন

সিলেট মহানগর যুবদলের আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে ৩নং ওয়ার্ডের ৬টি এলাকায় পৃথক পৃথক তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠকের অংশ হিসেবে মুন্সিপাড়া আঞ্চলিক কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা মুন্সিপাড়ার মসজিদ রোডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, কোন ডেবিলকে জেলা, মহানগর, ওয়ার্ড, আঞ্চলিক ও পৌর কমিটিতে স্থান দেওয়া হবে না। বিএনপিতে ডেবিলদের কোন ঠাঁই নেই। আমাদের যারা যুবদলের কর্মী রয়েছেন বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে দক্ষ কর্মীদের মূল্যায়ন করা হবে। আঞ্চলিক কমিটি থেকে ওয়ার্ড কমিটি গঠন করা হবে। সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহিন উদ্দীন আহমদ এর মুন্সিপাড়া আঞ্চলিক কমিটির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাঠ পর্যায়ে থেকে সকল নেতাকর্মীকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এসময় সিলেট মহানগর যুবদলের বর্তমান কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ ছাড়াও ৩, ১০ ও ১১নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকার মুরব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক কাউন্সিল ২০২২ এর যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি (২ বারের) মো. শামীম আহমদ চৌধুরী। এছাড়াও উঠান বৈঠকে এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।