• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস তারিখ পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫
১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস তারিখ পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১ নভেম্বর থেকে জাতীয় যুব দিবস-এর তারিখ পরিবর্তন করার প্রতিবাদে ২৭ আগষ্ট বুধবার বেলা ১১.৩০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বন্দরবাজার পয়েন্ট হয়ে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ২০১২ খ্রীষ্টাব্দ থেকে ২০২৪ খ্রীষ্টাব্দ পর্যন্ত দীর্ঘ ১৩ বছর ধরে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হয়। এবছর হঠাৎ করে জাতীয় যুব দিবস-এর তারিখ ১ নভেম্বর থেকে পরিবর্তন করে আন্তর্জাতিক যুব দিবস-এর সাথে পালন করায় আমরা যুবরা হতবাক। এমনিতেই বাংলাদেশের যুবরা আত্মনির্ভশীলতার অনেকাংশে পিছিয়ে। যুবদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যেভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা সেভাবে দেওয়া হচ্ছে না। প্রতিবছর জাতীয় য্বু দিবসে বিভাগীয় পর্যায়ে সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মী এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক ও শ্রেষ্ঠ আত্মকর্মী পদকে বিভিন্ন পর্যায়ের যুবদেরকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। এরপর তাদের কর্মতৎপরতার আর কোনো খোঁজখবর নেওয়া হয় না। পূর্বেকার সময়ে যুবদের প্রকৃত কর্মতৎপরতা বিবেচনায় নিয়ে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পদক প্রদান করা হতো। বর্তমানে সময়ে সেটা তদবির ও উপঢৌকনে পৌছে গেছে। পূর্বেকার সময়ের পুরস্কার প্রাপ্তরা বর্তমানে হারিয়ে গেছে। তাদের সফলতা ও ব্যর্থতার খবর কেউ আর এখন নেয় না। এরমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনে যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক তৎপরতার অনেক ব্যত্যয় ঘটবে। প্রতিবছর যুবদের সবরকমের প্রশিক্ষণের সফলতার ও ব্যর্থতার একটি তালিকা জাতীয় যুব দিবসে প্রণয়ন খুবই প্রয়োজন। জাতীয় যুব দিবসের সাথে আন্তর্জাতিক যুব দিবস পালনে বাংলাদেশের যুবদের কর্মতৎপরতা অনেকাংশে ম্লান হবে। ধরে রাখা জরুরী। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবদের জাতীয় যুব দিবস ১ নভেম্বর তারিখে ফেরত চাই। আমাদের জাতীয় যুব দিবস-এর তারিখ ১ নভেম্বর ফিরিয়ে দেওয়া না হলে আমরা যুবরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব। মানববন্ধনে একাত্মতা পোষণ করে সিলেট বিভাগের যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজকর্মী ও সাবেক ব্যাংকার রাধিকা রঞ্জন পাল ছাবুল, জুলাই ২০২৪-এর অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিলেট জেলার মোঃ আজিজুর রহমান আজিজ, হাজী মোঃ আশরাফ উদ্দিন, এড. মুহাম্মদ কামাল মিয়া, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, তোফায়েল আহমদ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, মোঃ জুয়েল মিয়া, মোঃ পিকুল হোসেন, দিপক কুমার মোদক বিলু, মোঃ মাহিন মিয়া, জিহাদ হোসেন, আল-ইমরান, সুনামগঞ্জ জেলার মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ আব্দুল আলী, মোঃ আল-আমিন আহমদ, মোহাম্মদ মাহফুজুর রহমান, তানভীর আহমদ।