• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুন্সিপাড়ায় পর পর ৪ জনের মৃত্যূতে শোক প্রকাশ

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
মুন্সিপাড়ায় পর পর  ৪ জনের মৃত্যূতে শোক প্রকাশ

মুন্সিপাড়ার স্থানী নিবাসী মরহুম বজলুল বাসিতের বড় ছেলে ন্যাশনাল ব্যাংক লালদিঘীরপার শাখার কর্মকর্তা পপুলার লাইস ইন্সুরেন্সের সিলেট বিভাগীয় কর্মকর্তা মুন্সিপাড়া পঞ্চায়েত মসজিদ কমিটি ও YBC ক্লাবের প্রতিষ্ঠাতা  সংগঠক আখতার বাছিত সোজার দ্বি-বার্ষিক মৃত্যূ বার্ষিকীতে এবং একই এলাকার এ সপ্তাহে স্থানীয় বাসিন্দা আনা মিয়া, ইযং ব্রাদাস ক্লাবের সহ তথ্য ও প্রচার সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী শাহিন আহমদ চৌধুরীর ফুফু শাশুড়ি খাদিজা খাতুন শুক্রবার মেজরটিলায় মৃত্যূবরণ করেন। মৃত্যূকালে ইতালী প্রবাসী টিপু ও সৌদি প্রবাসী ইমরান ২ ছেলে ও অগনিত আত্বীয়স্বজন রেখে মারা যান। ইন্না——–রাজিউন। পরে জকিগঞ্জের মুন্সিবাজারে স্বামীর বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। ঐ দিন মুন্সিপাড়ায় অস্থায়ী নির্বাসী দীর্ঘদিনের বকুল মিয়া নামক (দরগাহ এলাকার ছুন্নত চৌধুরীর বাড়ির নৈশ্য প্রহরী) মৃত্যূবরণ করেন।

তাদের মৃত্যূতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট নগরীর মুন্সিপাড়া ইয়ং ব্রাদাস ক্লাবের গঠনতন্ত্র প্রকাশনা কমিটির সদস্য-১৯৮৭ ও সাবেক সহসভাপতি (২০০৯-২০১৫) মো: শামীম আহমদ চৌধুরী।

আজ শনিবার দুপুরে এক শোকবর্তায় তিনি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমিন