• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৫” এ ভূষিত হলেন মো: মনিরুল ইসলাম

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৫” এ ভূষিত হলেন মো: মনিরুল ইসলাম

বৃহত্তর সিলেটের সামাজিক উন্নয়নমূলক সংগঠন সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মো: মনিরুল ইসলাম, মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২৫” এ ভূষিত হয়েছেন। সমাজ সেবায় সুন্দর সমাজ বিনির্মানে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল” এর উদ্যোগে বিশিষ্ট গুনীজনদের প্রতি বছর এ সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকার পুরান পল্টনের পল্টন টাওয়ারের (৪র্থ তলা) ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় ।

মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ” এর সভাপতি প্রফেসর ড. এম এ সত্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্ট এর বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য ও ট্রেজারার ইবাইস ইউনিভার্সিটি প্রফেসর ড. আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এ সময় সংবর্ধিত ব্যক্তিত্ব, গুনীজন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের সাবেক জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।