• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা, বাসায় হামলা লুটপাট

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫
সিলেটে নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তা, বাসায় হামলা লুটপাট

সিলেটের গোলাপগঞ্জে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাঠ পর্যায়ের এক নারী কর্মকর্তাকে সামাজিকভাবে হেনাস্থা ও তার বাসায় হামলা লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা যায়, শুধুমাত্র নারী কর্মী হওয়ার কারণেই স্থানীয় সমাজপতিদের কাছ থেকে বেশ কিছুদিন থেকে তাকে নানা ধরণের হেনাস্থার শিকার হতে হচ্ছে এই কর্মকর্তাকে। এসবের প্রতিবাদ করার কারণে সর্বশেষ তার বাসায়ও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী নারী সায়লা আক্তার নিপা ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকা ভাষানটেক ব্রাঞ্চের কর্মকর্তা। ওই ব্রাঞ্চের অধীনের তিনি সিলেটের গোলাপগঞ্জে মাঠ পর্যায়ে নারীদের ঋণ সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছেন। ওই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মাধ্যমে ঋণ সহায়তা দিয়ে নারীদের স্বাবলম্বী করতে গিয়ে স্থানীয় সমাজপতিদের বাঁধার সম্মুখীন হন তিনি। তারপরও এসব বাঁধা বিপত্তিকে তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাওয়ায় তার বাসায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
গত শনিবার (১৫ মার্চ) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্ব নিমাদল মোকামবাজার গ্রামে সায়লা আক্তারের বাসায় এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার তিনিসহ তাঁর স্বামী, মা ও বাবা আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাতেই সিলেটের একটি হাসপাতালে পাঠান।

তিনি জানান, স্থানীয় সন্ত্রাসীদের হামলায় তার বাসার বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা তার বাসায় রক্ষিত থাকা বেশ কিছু টাকাপয়সা, স্বর্ণালংকার ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
হামলার ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।