• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক, সিলেট-১ আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় মাওলানা আব্দুল মালিক চৌধুরী ৮ সেপ্টেম্বর বিকেলে বালাগঞ্জে একটি দলীয় প্রোগ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। মাওলানার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ।