
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক, সিলেট-১ আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় মাওলানা আব্দুল মালিক চৌধুরী ৮ সেপ্টেম্বর বিকেলে বালাগঞ্জে একটি দলীয় প্রোগ্রামে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। মাওলানার দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর নেতৃবৃন্দ।