
স্টাফ রিপোর্টার : সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে হামলা চালায় দুর্বৃওরা। গত ১৬ আগস্ট ২০২৫ তারিখে রাত ১১টার দিকে ১০/১৫ জন লোক দেশীয় অস্রশস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল হাকিমের ছেলে সাইফুল আলম নাছিম ছিলেন ছাত্রশিবির নেতা।প্রবাসে তিনি ছাত্রশিবিরের রাজনীতি করে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিনিয়ত বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে লেখালেখি ও উসকানিমূলক পোস্ট করে আসছেন। তার ফেইসবুকে পোস্টের জেরে ছাত্রদল-বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার জেরে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। শুধুমাত্র ছাত্রশিবিরের রাজনীতি করার কারণে তার বাড়িতে হামলা চালানো হয়। হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও হামলা পরবর্তী অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দূর্বৃত্তরা। নাছিমের পরিবারের সদস্যদের হুমকি ধামকি এমনকি ভয়ভীতি দেখিয়েছে হামলাকারীরা।
সাইফুল আলম নাছিমের বাবা আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রশিবির করার কারণে আমার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বিএনপির ও ছাত্রদলের নেতাকর্মীরা। হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো এবং এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে চিৎকার দিয়ে বলে সাইফুল আলম নাছিমকে খুঁজে পেলে তারা প্রাণে মেরে ফেলবে। বর্তমানে সাইফুল আলম নাছিমের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবনযাপন করিতেছেন। পরবর্তীতে তিনি পুলিশ কর্মকর্তাদের নিকট সাধারন ডায়েরী করতে গেলে পুলিশ তাতে অনিহা প্রকাশ করে এবং আশ্বানুরুপ সহযোগীতা পাননি বলে অভিযোগ করেন।
স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করলে তারা এই ঘটনার কিছু জানেন না বলে অভিহিত করেন।