• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় স্টার পারফর্মার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন মো. ইমতিয়াজ কামরান তালুকদার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
ঢাকায় স্টার পারফর্মার অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন মো. ইমতিয়াজ কামরান তালুকদার

নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।স্থান গ্লোরিয়াস রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কাঁটাবন মোড়, ঢাকা। তিনি ব্যবসা-বাণিজ্য তরুণ উদ্যোক্তা সম্মাননা গ্রহণ করেন। ঢাকায় স্টার পারফর্মার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা গ্রহণ করেন তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো : ইমতিয়াজ কামরান তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও প্রধান উপদেষ্টা নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ, মীর হাশমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পীরজাদা শহিদুল হারুন, সাবেক অধ্যক্ষ, মনোহরদী সরকারি কলেজ নরসিংদী প্রফেসর মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি কামার আফজা লিজা। অনুষ্ঠান পরিচালনায় প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ মোঃ মাসুদ রানা প্রমুখ।

এতে ঢাকার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সংগীত পরিচালক, সংস্কৃতি কর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।