
ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম হাফিজ ফারুক আহমদ (রহ.) স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টায় সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সল আহমদ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ইমাম মোয়াজ্জিন, খতিব সমাজের সম্মানিত ব্যাক্তি, আল্লাহ তায়ালা তাদের সম্মান দিয়েছেন। আমাদের উচিত তাদের সম্মান করা এবং তাদের সুখে দুখে পাশে থাকা। আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মোয়াজ্জিন, খতিবদের কল্যাণে কাজ করবো। তিনি শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান বীর উত্তমের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ইমাম মোয়াজ্জিন, খতিবদের নিকট দোয়া চেয়েছেন।
এসময় ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী পরিষদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে তার বক্তব্য তিনি বলেন, ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদ সব সময় ইমাম-মুয়াজ্জিনদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ইসলাম ইমাম-মুয়াজ্জিনদের জন্য যে মর্যাদা নির্ধারণ করেছে রাষ্ট্র সে মর্যাদা নিশ্চিত করবে এটা রাষ্ট্রের দায়িত্ব। অনেক মসজিদে দেখা যায় ইমাম মোয়াজ্জিনগণ ভয়ে হক্ক কথা বলতে পারেন না। কারণ হক কথা বললেই তাদের চাকরি চলে যায়। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতার জন্য বিএনপিকে উদাত্ত আহবান জানান।
এসময় পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার, মাওলানা সিদ্দিকুর রহমান, পরিষদের সহ-সভাপতি মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আনিসুল হক, সহ প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, আইটি বিষয় সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা হোসাইন আহমদ, প্রকাশনা সম্পাদক ক্বারী মাওলানা কাউসার আহমদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মাওলানা আবিদুর রহমান ফজাইল, সদস্য হাফিজ মাওলানা আব্দুল আলিম, হাফিজ মাওলানা মুহাইমিন, হাফিজ কামাল আহমদ, মাওলানা সিদ্দিকুর রহমান, হাফিজ জামাল উদ্দিন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নজরুল ইসলাম, হাফিজ বাহার উদ্দিন, হাফিজ নোমান আহমদ, হাফিজ মনজুর আহমদ, হাফিজ মাওলানা আব্বাস আলী, হাফিজ মাওলানা মুজাম্মিল আলী, মাওলানা জুনায়েদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা মাসুদ আহমদ প্রমুখ।