
সিলেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩২ জনের নামোল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন নগরীর শাহপরান (র.) থানা এলাকার লামাপাড়ার মো. মঈনুদ্দীনের ছেলে মো. রাশেদোজ্জামান রাসেল (৩৯)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৪০-৫০ জনকে।
মামলায় আসামী করা হয়েছে আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৫), সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম, নগরীর ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ (৫০), কাউন্সিলর রুহেল আহমদ (৩০), কাউন্সিলর জাহাঙ্গীর আলম (৫০), সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু (৪২), হবিগঞ্জের রুহুল আমিন শিবলু (৩৫), সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম (৩২), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), এমসি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফয়জুল বারী দিনার (২৭), মহানগর যুবলীগের সভাপতি আলম খাঁন মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেবুল আহমদ সাগর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি দে, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি এনামুল হক লিলু, নগরীর শিবগঞ্জের শিমুল আহমদ, যুবলীগ নেতা মো. ফয়জুন নুর মুক্তার (৩৫), জেলা যুবলীগ নেতা এ.এস শাওন, যুবলীগ নেতা রঞ্জন দে, অনিরুদ্ধা মজুমদার পলাশ, মোস্তাক আহমদ পলাশ, সৈয়দ এনায়েতুল বারী মোর্শেদ, ফাহিম আহমদ (২১), মুক্তার হোসেন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী, নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রফিক আহমদ সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জন।
মামলার বিবরণে বলা হয়, ধারা-১৯০৮ আইনের ৩/৪তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০; জীবন ও সম্পত্তির ক্ষতি সাধন করিবার জন্য বিস্ফোরক পদার্থ মওজুদ করিয়া তাহা নিক্ষেপ করা সহ পরষ্পর যোগসাজসে প্ররোচনা পূর্বক মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া দাঙ্গার রূপ ধারণ করত: হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম করার অপরাধ।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেট নগরীর সিলেট-তামাবিল হাইওয়ে রোডের সোবহানীঘাট বাস স্ট্যান্ডে সহিংসতার জেরে গতকাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি করা হয়েছে।